সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ মাস হতে সাতকানিয়া উপজেলার ১৭ ( সতের) টি ইউনিয়নে তালিকাভুক্ত ভোক্তাদের নিকট স্ব-স্ব ইউনিয়নে নিয়োজিত ডিলারের মাধ্যমে প্রতি কেজি চাল ১০ (দশ ) টাকা দরে কার্ড প্রতি ৩০ (ত্রিশ ) কেজি করে চাল বিক্রয় শুরু করা হয়েছে । নির্ধারিত সময়ের মধ্যে ভোক্তাগণ চাল উত্তোলনের জন্য স্থানীয়ভাবে প্রচার এবং হতদরিদ্র মা নুষকে খাদ্য সহায়তা প্রদানের জন্য সরকারের গৃহীত মহৎ কর্ম সূচী সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিক্রয় কার্যক্রমে কঠোর তদারকীর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ েইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান মহোদয়গণকে বিশেষ অনুরোধ জানানো হলো। ইহা ছাড়াও সাতকানিয়া পৌরসভায় oms কার্যক্রম চালু রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস